স্টাফ রিপোর্টার: ‘বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যমায়ের দেশে উত্তরণে’ সারা দেশব্যাপী প্রচারাভিযানের অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন কর্তৃক ৬ দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারই অংশ হিসেবে গতকাল বিকেল ৪টায় চুয়াডাঙ্গা টাউন ক্লাব মাঠে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল ম্যাচ। প্রীতি ফুটবল ম্যাচে জেলা প্রশাসন ৪-৩ গোলে স্থানীয় ক্রিকেট একাদশকে পরাজিত করে। জেলা প্রশাসনের পক্ষে মামুন, শফিকুল ২টি করে গোল করে। খেলা শেষে জেলা প্রশাসক সকল খেলোয়াড়াদের ধন্যবাদ জানান এবং আগামীকাল একই মাঠে টি-১০ ক্রিকেট প্রতিযোগিতা দেখার আহবান জানান। গতকালের খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ নওরোজ মোহাম্মদ সাঈদ। খেলাটি পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি সরোয়ার হোসেন জোয়ার্দ্দার।