এম আশিফ সভাপতি ও তারিকুজ্জামান সাধারণ সম্পাদক
কবীর দুখু মিয়া: বিপুল উৎসাহ উদ্দীপনা ও ব্যবসায়ীদের স্বতঃস্ফুর্ত অংগ্রহণের মধ্য দিয়ে চুয়াডাঙ্গার বদরগঞ্জ বাজার দোকানমালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে বদরগঞ্জ বাকিবিল্লাহ কামিল মাদরাসার ৩টি বুথের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়। সভাপতি পদে এএনএম আশিফ মিয়া, সহ-সভাপতি পদে ইমরান হোসেন ও সাধারণ সম্পাদক পদে তারিকুজ্জামান লাল্টু বিপুল ভোটে জয়লাভ করেছে। বদরগঞ্জ বাজার দোকানমালিক সমিতির ভোটার সংখ্যা ৪শ’ ৯৯। ভোট পোল হয়েছে ৪শ’ ৯৬ ও বাতিল ঘোষণা করা হয়েছে ৬টি।
নির্বাচন কমিশনার সূত্রে জানাগেছে, সভাপতি পদে এএনএম আশিফ মিয়া (মাছ) প্রতীকে পেয়েছেন ৩৩৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ¦ী আবুল কালাম আজাদ মিন্টু (বাইসাইকেল) প্রতীকে ১৫২ ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে মো: ইমরান হোসেন (চেয়ার) প্রতীকে ৩২৪ ভোট পেয়ে প্রথম, মাশকুর রহমান বাবলু (ছাতা) প্রতীকে ২৬৫ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ¦ী আনোয়ার হোসেন নয়ন (আনারস) প্রতীকে ১৪২ ভোট, আল-আমীন (তালাচাবি) প্রতীকে ৪৮ ভোট ও মফিজুর রহমান (খেজুরগাছ) প্রতীকে ৮৯ পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে কাজি তারিকুজ্জামান লাল্টু (মোরগ) প্রতীকে পেয়েছেন ৩৪১ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ¦ী মো. আরিফ আহমেদ (মই) প্রতীকে ১২২ ভোট পেয়েছেন। অর্থ বিষয়ক সম্পাদক পদে খোরশেদ আলম অবিলা (গরুরগাড়ি) প্রতীকে পেয়েছেন ২৫৫ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ¦ী মনিরুল ইসলাম (আম) প্রতীকে ১৫৬ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে ফারুক হোসেন (ক্রিকেট ব্যাট) প্রতীকে পেয়েছেন ৩০৬ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ¦ী হাবিবুর রহমান (ফুটবল) প্রতীকে পেয়েছেন ১৪০ ভোট। বিনা প্রতিদ্বন্দ¦ীতায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন দফতর সম্পাদক মো. পলাশ মিয়া, প্রচার সম্পাদক আজাদ মিয়া, সহকারী সাধারণ সম্পাদক আলী আজম, সদস্যপদে মো. তারিফুল ইসলাম, জাহিদুল হক, লাল মিয়া ও ওয়াজেল মন্ডল। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বদরগঞ্জ বাকিবিল্লাহ কামিল মাদরাসার অধ্যক্ষ মাও. আব্দুল জলিল হাওলাদার। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন আবুল কাশেম। সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন জাকিরুল ইসলাম। ভোটকেন্দ্র পরিদর্শন করেন চুয়াডাঙ্গা সদর থানার অতিরিক্ত পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দেলেয়ার হোসেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন বদরগঞ্জ বাকিবিল্লাহ কামিল মাদরাসার অধ্যক্ষ মাও. আব্দুল জলিল হাওলাদার। নির্বাচনের উপদেষ্টা কমিটির প্রধান ছিলেন কুতুবপুর ইউপি চেয়ারম্যান মো. আলি আহমেদ হাসানুজ্জামান মানিক, সহকারী উপদেষ্টা ছিলেন আবু তালেব শেখ, তৈবুর রহমান, আব্দুল মজিদ মিয়া, রফিউদ্দিন ও আব্দুল কালাম। সার্বিক সহযোগিতা করেন স্থানীয় পুলিশ প্রশাসন।