স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গা খাসকররা বাজারের পোল্ট্রি মুরগি ব্যবসায়ী হাবিবুর কুরপার কর্মকা-ে অতিষ্ঠ বাজারের ব্যবসায়ীরাসহ গ্রামবাসী। গতকাল মঙ্গলবার দুপুরে খাসকররা বাজারের বরি টাওয়ার থেকে জেনারেটর চুরি করে নিয়ে যাওয়ার সময় হাবিবুর কুরপা পালিয়ে গেলেও একজনকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, প্রায় ২০-২৫ বছর আগে হারিবুর কুরপা শৈলকুপা থেকে এসে খাসকরার গ্রামের বোনের বিয়ে হওয়ার কারণে বসবাস করছে। বোনের নোনদকে কৌশলে বিয়ে করে খাসকররায় ঘরজামাই থাকে। যার কারণে খাসকররা গ্রামবাসী ও খাসকররা বাজারের লোকজন তাকে হাবিবুর কুরপা বলেই চেনে। হাবিবুর কুরপা এলাকার বিভিন্ন কর্মকা-ের সাথে জড়িত। খাসকররা বাজারে বাংলালিং টাওয়ারে পাহারাদারের চাকরি করতো। অসৎ উপায় অবলম্বনের কারণে তার চাকরি চলে যায় বলে জানা গেছে। একই টাওয়ারে বেশ কয়েক বছর আগে বরি টাওয়ারের সংযোগ দিয়েছে। গতকাল দুপুরে হাবিবুর কুরপা কৌশলে সুযোগ বুঝে একটি জেনারেটর চুরি করে নিয়ে যাওয়ার জন্য খাসকররা করিমপুর পাড়ার আব্দুল বারির ছেলে হুমায়ন কবীর মিলে গাড়িতে তুলে। এসময় টাওয়ারের লোকজন ও বাজারের লোকজন এসে পড়লে হাবিবুর কুরপা পালিয়ে গেলেও জেনারেটরসহ হুমায়ন কবীরকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। পরে তিয়রবিলা ক্যাম্পের এএসআই রোকনুজ্জামান আটককৃত হুমায়ন কবীরকে আলমডাঙ্গা থানায় নিয়ে আসে। জেনারেটরসহ আটক হুমায়ন কবীর বলেন, আমি পাশ দিয়ে আসছিলাম। এসময় হাবিবুর কুরপা আমাকে জেনারেটরটা ধরে গাড়িতে তুলে দিতে বলে।