মাথাভাঙ্গা মনিটর: দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সের বিপক্ষে বল করার সময় ভুল করার কোনো সুযোগ থাকে না বলে মনে করছেন অস্ট্রেলিযান পেসার মিচেল স্টার্ক। তবে প্রোটিয়াদের সঙ্গে চলমান টেস্ট সিরিজের বাকি দুই ম্যাচ দিয়ে তারা ফের টেস্ট ক্রিকেটের শীর্ষ র্যাংকিংয়ে ফিরে আসবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন এই অসি ফাস্ট বোলার।
চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে হেরে যাবার পর পোর্ট এলিজাবেথে সিরিজের দ্বিতীয় টেস্টে সফরকারী অস্ট্রেলিয়াকে ছয় উইকেটে হারিয়ে ১-১ ব্যবধানে সমতায় ফিরে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ওই ম্যাচের প্রথম ইনিংসে ১২৬ রানের অসাধারণ এক ইনিংস খেলে দলীয় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ডি ভিলিয়ার্স।