স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ফার্মপাড়ায় অভিযানকালে সদর ফাঁড়ির টিএসআই ওহিদুল ইসলামের ওপর হামলা মামলার অন্যতম দু’আসামিকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তারা হলেন চুয়াডাঙ্গা হকপাড়ার মৃত সাহেব আলীর ছেলে মিঠুন ও ফার্মপাড়ার জাহাঙ্গীর হোসেনের ছেলে জনি ওরেফ ছোট জনি। গতকাল সোমবার দুপুরে তারা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক তাদের জামিন আবেদন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
উল্লেখ্য, ২০১৭ সালের ২৫ ডিসেম্বর চুয়াডাঙ্গা ফার্মপাড়া এলাকায় অভিযানকালে কদমতলা মোড় নামকস্থানে টিএসআই ওহিদুলকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর পুলিশ ফাঁড়ির এএসআই নুর হোসেন বাদী হয়ে থানায় মামলা করেন।