স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পদ্মবিলা ইউনিয়নে কৃষকলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২৫ ফেব্রুয়ারি পাঁচমাইল বাজারে ইউনিয়ন কৃষকলের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে কমিটি ঘোষণা না করায় গতকাল রোববার কামিটি ঘোষণা করা হয়েছে।
আব্দুল মতিন দুদু এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, চুয়াডাঙ্গা সদরের পদ্মবিলা ইউনিয়নের কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ ফেব্রুয়ারি রোববার বিকেল ৩টায় পাঁচমাইল বাজার প্রাঙ্গণে পদ্মবিলা ইউনিয়ন কৃষকলীগের ৬১ সদস্য বিশিষ্ট ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সবার সম্মতিক্রমে বজলুর রহমানকে সভাপতি, আশাবুল হককে সাধারণ সম্পাদক, জনাব মতিয়ার রহমান মতিকে সাংগঠনিক সম্পাদক, আকতারুজ্জামানকে যুগ্ম সম্পাদক, শাজাহানকে সিনিয়র সহ-সভাপতি, আবু তালেবকে সহ-সভাপতি করে ৬১ সদস্য বিশিষ্ট কৃষক লীগের কমিটি গঠন করা হয়।