বদরগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার বদরগঞ্জ দোকান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন আজ মঙ্গলবার। সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত বদরগঞ্জ বাকী বিল্লাহ কামিল মাদরাসার ৩টি বুথে। এ নির্বাচনকে ঘিরে বদরগঞ্জ বাজারসহ ভোট কেন্দ্রের আশপাশে প্রার্থীদের পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে। বদরগঞ্জ বাজার দোকান মালিক সমিতির ভোটার সংখ্যা ৪৯৯জন। সভাপতি পদে এএনএম আশিফ মিয়া (মাছ) ও আবুল কালাম আজাদ মিন্টু (বাইসাইকেল) প্রতীক নিয়ে ভোটযুদ্ধে নেমেছেন। সহ-সভাপতি পদে মাশকুর রহমান বাবলু (ছাতা), ইমরান হোসেন (চেয়ার), আনোয়ার হোসেন নয়ন (আনারস), আল আমীন (তালাচাবি) ও মফিজুর রহমান (খেজুরগাছ)। সাধারণ সম্পাদক পদে আদ (মই) ও তারিকুজ্জামান লাল্টু (মোরগ) প্রতীক। অর্থ বিষয়ক সম্পাদক পদে খোরশেদ আলম অবিলা (গরুরগাড়ি) ও মনিরুল ইসলাম (আম)।