দর্শনা বালিকা বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণকালে এমপি আলী আজগার টগর
দর্শনা অফিস: দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৪৭তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত পুরস্কার বিতরণসভায় প্রধান অতিথির বক্তব্যকালে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের নিরক্ষর ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশে শেখ হাসিনার সরকারের বিকল্প নেই। শেখ হাসিনা সরকার শিক্ষা ব্যবস্থাপনাকে অনেক এগিয়ে নিয়েছে। আধুনিক শিক্ষা কার্যক্রমের মধ্যদিয়ে শিক্ষার মানোন্নয়নে খেয়াল রেখেছে সর্বদা। আমাদের একটি কথা মনে রাখতে হবে, যে জাতি যতো শিক্ষিত সে জাতি ততো উন্নত। শিক্ষায় উন্নয়নের মূল চাবিকাঠি, এ কথাটি ভেবেই আজকের প্রজন্মের মননে সুশিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে। শিক্ষা নিয়ে কোনো রাজনীতি না করে শিক্ষাকে সবার উর্ধ্বে তুলে ধরি। এগিয়ে আসি অভিভাবক, শিক্ষানুরাগী, শিক্ষকসহ সচেতন মানুষেরা। লেখাপড়ার পাশাপাশি ছেলে-মেয়েদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে। খেলাধুলা একদিকে যেমন মননশীলতার বিকাশ ঘটায়, খুঁজে বের করে লুকায়িত প্রতিভা, গড়ে তোলে সৃজনশীল ও সাহসী করে। খেলাধুলার মাধ্যমেই দেশের পরিচয় তুলে ধরা যায় গোটা বিশ্বে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, চুয়াডাঙ্গা জেলা আ.লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক, ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, দামুড়হুদা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন। সহকারী প্রধান শিক্ষক সাংবাদিক হাসমত আলীর প্রাণবন্ত উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, আ.লীগ নেতা আলী মুনসুর বাবু, শফিকুল আলম, দর্শনা পৌর যুবলীগের সভাপতি আশরাফ আলম বাবু, আব্দুস সালাম ভুট্টো, সাবেক ব্যাংক কর্মকর্তা আনোয়ার হোসেন, শিক্ষক আলেয়া খাতুন, শামসুন নাহার তুলি, মাহমুদা খাতুন, সঞ্চিতা রাণী, শামসুন নাহার হীরা, নাসরীন আক্তারী শিলু, সুমিতা খাতুন, শারমিন সুলতানা, আরিফুল ইসলাম, সাইদুর রহমান মিন্টু, হাফিজুর রহমান, হাসান আলী, কামাল হোসেন, আব্দুস সালাম, আব্দুর রাজ্জাক, খোরশেদ আলম প্রমুখ। আলোচনা পর্ব শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এমপি আলী আজগার টগরসহ অতিথির হাত থেকে পুরস্কার গ্রহণ করেছে।