দর্শনা অফিস: দর্শনায় মিনি ট্রাকসহ ফেনসিডিল উদ্ধার করেছে। আটক করেছে অভিযুক্ত ৩ মাদক কারবারিকে। ৩ জনের বিরুদ্ধে থানায় দায়ের করা হয়েছে মামলা। গতকাল রোববার সন্ধ্যায় দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই মিজানুর রহমান এবং এএসআই লাভলু গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা-কার্পাসডাঙ্গা সড়কের গোপালখালী ব্রিজের অদূরে। এ সময় দর্শনা থেকে কার্পাসডাঙ্গার অভিমুখে যাওয়া একটি মিনি ট্রাক (যশোর-ন-১১-০৩৭১) গতিরোধ করে পুলিশ। পুলিশ ট্রাক তল্লাশি চালিয়ে উদ্ধার করেছে ৯৪ বোতল ফেনসিডিল। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে কুষ্টিয়া বড় বাজারপাড়ার হোসেন আলীর ছেলে ট্রাকের মালিক শরিফুল ইসলাম (৪৯), কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের কবুরহাট গ্রামের হাবিবুর রহমান বিশ্বাসের ছেলে ট্রাক চালক সবুজ বিশ্বাস (৩৭) ও কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর বোয়ালদাহের রওশন আলীর ছেলে মিনাজকে (৩৬)। পুলিশ বলেছে, গ্রেফতারকৃতরা ফেনসিডিলের এ চালান নিয়ে কুষ্টিয়ার উদ্দেশে যাচ্ছিলো। এ ঘটনায় এসআই মিজানুর রহমান বাদি হয়ে গতকাল রাতেই গ্রেফতারকৃত শরিফুল, মিজান ও সবুজের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন।