স্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিএনপির নেতা-কর্মী গ্রেফতার, নির্যাতন ও পুলিশ হেফাজতে নিহতের প্রতিবাদে চুয়াডাঙ্গায় পৃথক কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কালোব্যাজ ধারণ ও বিক্ষোভের আয়োজন করা হয়।
চুয়াডাঙ্গা জেলা বিএপির সদস্য শহিদুল ইসলাম রতন এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল রোববার সকাল ১১টার দিকে দলীয় কার্যালয়ের সামনে কালোব্যাজ ধারণ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন জেলা বিএনপরি যুগ্মআহবায়ক মজিবুল হক মালিক মজু। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপরি যুগ্মআহবায়ক অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা। প্রধান বক্তা ছিলেন আলমডাঙ্গা থানা বিএনপরি সভাপতি শহিদুল কাউনাইন টিলু। পৌর বিএনপরি সভাপতি শহিদুল ইসলাম রতনের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির নেতা রেজাউল করিম মুকুট, সদর থানা বিএনপির সহসভাপতি মনিরুজ্জামান মনি, পৌর বিএনপির যুগ্মসম্পাদক রবিউল ইসলাম লিটন, জেলা যুবদল নেতা আশরাফ বিশ্বাস মিল্টু, ইমরুল হাসান মুকুল, মখলেছুজ্জামান মখলেছ, আরিফুজ্জামান পিন্টু, হাজি রবিউল ইসলাম মল্লিক, জেলা ছাত্রদলের যুগ্মআহবায়ক মঞ্জুরুল জাহিদ, সুজন মালিক, আলমডাঙ্গা থানা ছাত্রদলের সভাপতি ডালিম হোসেন প্রমুখ।
অপর দিকে বিএনপির কেদারগঞ্জ কার্যালয়ে কালব্যাজ ধারণ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আওরঙ্গজেব বেল্টু। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহবায়ক মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. এমএম শাহাজাহান মুকুল, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাজি রবিউল ইসলাম বাবলু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজি আব্দুল খালেক, জেলা মৎস্যজীবী দলের আহবায়ক আবু বকর সিদ্দিক বকুল, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সহসভাপতি ইন্তাজ আলী, চুয়াডাঙ্গা পৌর বিএনপির প্রচার সম্পাদক মিনহাজ উদ্দীন, জেলা ছাত্রদলের যগ্মআহবায়ক শাহাজাহান খাঁন প্রমুখ।