মাথাবাঙ্গা মনিটর: কাতারে প্রস্তুতি নিয়ে গত ১৪ মার্চ দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ সামনে রেখে এবার থাইল্যান্ডে প্রস্তুতি নিতে যাচ্ছে অ্যান্ড্রু অর্ডের দল। আগামী ২৭ মার্চ লাওসের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী সেপ্টেম্বরের মাঠে গড়াবে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। আজ সোমবার থাইল্যান্ডে যাবে দল; সেখানে রাচাবুরি এফসি ও ব্যাংকক গ্লাস এফসি সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার পর ২৫ মার্চে লাওসে রওনা দেবে দল।
কাতারের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট অর্ড থাইল্যান্ডের প্রস্তুতি ম্যাচে শিষ্যদের পরখ করে নেয়ার অপেক্ষায়। গতকাল রোববারের সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ আরও জানান, আবাহনী লিমিটেডের খেলোয়াড়রা যোগ দেয়ায় দল আরও শক্তিশালী হয়ে ওঠার কথা। ‘এ পর্যন্ত যে প্রস্তুতি নেয়া হয়েছে, ভালো বলতে হবে। বিকেএসপিতে তরুণদের নিয়ে প্রস্তুতি নেয়া হয়েছিলো। এরপর কাতারে নেয়া প্রস্তুতিতে সবাই উন্নতি করেছে। ছেলেরা ট্রেনিং ক্যাম্পে যা করেছে, আমি সন্তুষ্ট।’
‘লাওস ম্যাচের জন্য তৈরি হওয়ার সবচেয়ে কঠিন পর্ব হবে থাইল্যান্ডে। এএফসি কাপে খেলার জন্য বাইরে থাকা আবাহনীর খেলোয়াড়রা দলে ফিরেছে। তারা দলের মান এবং গভীরতা বাড়াতে সাহায্য করবে। থাইল্যান্ডে আমরা দুটি প্রস্তুতি ম্যাচ খেলবো, ম্যাচ দুটো ছেলেদের জন্য ভালো পরীক্ষা হবে।’
লাওস ম্যাচের জন্য ২৩ জনের দলে লিগ চ্যাম্পিয়ন আবাহনী থেকে যোগ দিয়েছেন গোলরক্ষক শহীদুল আলম সোহেল, মামুন মিয়া, টুটুল হোসেন বাদশা, নাসিরউদ্দিন চৌধূরী, ওয়ালী ফয়সাল, সাদউদ্দিন ও নাবীব নেওয়াজ জীবন। লাওস ম্যাচের জন্য ২৩ জনের দল: আশরাফুল ইসলাম রানা, শহিদুল আলম সোহেল, ফয়সাল মাহমুদ, মামুনুল ইসলাম, জামাল ভূইয়া, মোহাম্মদ আব্দুল্লাহ, তপু বর্মন, জাফর ইকবাল, মাহবুবুর রহমান, তৌহিদুল আলম সবুজ, মামুন মিয়া, নাবীব নেওয়াজ জীবন, সাদউদ্দিন, রহমত মিয়া, নাসিরউদ্দিন চৌধূরী, মাশুক মিয়া জনি, উত্তম কুমার বণিক, বিপলু আহমেদ, মোহাম্মদ আলি হোসেন, ওয়ালী ফয়সাল, আনিসুর রহমান, বিশ্বনাথ ঘোষ ও টুটুল হোসেন বাদশা।