ডাকবাংলা প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের শ্রমিক লীগের সভাপতি নূরুল ইসলাম নুরাল আর নেই (ইন্নানিল্লাহে…..রাজেউন)। শুক্রবার দিনগত রাত ২টার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬০ বছর। গত শুক্রবার দিনগত রাত ২টার দিকে নুরাল ধানের মাঠে পানি দিতে গিয়ে স্ট্রোক করে। এ সময় তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে দলীয় নেতা-কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। শেষবারের মতো তার মৃতদেহ দেখতে মানুষ ভিড় জমায় সাধুহাটি গ্রামে। তার জানাজায় শরিক হন ঝিনাইদহ পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল মন্ডল, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী নাজীর উদ্দীন চেয়ারম্যান, ৩নং সাগান্না ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক, সাধুহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান, ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, অবসরপ্রাপ্ত সেনাসদস্য আইয়ুব আলীসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। তার মৃত্যুতে দলবল নির্বিশেষে সকলেই তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মরুহুমের জানাজা শেষে সাধুহাটি গ্রামের কবরস্থানে দাফন করা হয়।