গাংনী প্রতিনিধি: মাটি ও মানুষের কবি পল্লী কবিখ্যাত ছহির উদ্দীনের দ্বিতীয় উপন্যাস ‘তুমি যে আমার গলার মালা’ মোড়ক উন্মোচন হতে যাচ্ছে। এ উপলক্ষে আজ রোববার বেলা ১১টায় গাংনী মহিলা ডিগ্রী কলেজ হলরুমে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বইটির মোড়ক উন্মোচন করবেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রসুল, গাংনী উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গাংনী মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ খোরশেদ আলী।