আলমডাঙ্গা ব্যুরো: রাতের আঁধারে পরস্ত্রীর ঘরে ঢোকায় উত্তমমধ্যম দেয়া হয়েছে আলমডাঙ্গা বামানগরের কারেন্ট মিস্ত্রি রাজীবকে। তাকে রাতে আটক করে গ্রামবাসী। পরে সকালে কোনো রকম বেরিয়ে এলাকা ছেড়েছে।
জানা গেছে, উপজেলার হারদী ইউনিয়নের বামানগরের আব্দুল খালেকের ছেলে কারেন্ট মিস্ত্রি রাজীব গত ১৪ মার্চ পার্শ্ববর্তী শেখপাড়া গ্রামের এক নারীর ঘরে ঢোকে। বিষয়টি জানাজানি হলে কতিপয় যুবক রাজীবকে আটক করে। তাদের উভয়কে মারধর করে ভোর পর্যন্ত ঘরে আটকে রাখে। এ ঘটনার পরদিন রাজীব এলাকা ছেড়েছে।