আলমডাঙ্গা ব্যুরো: ধর্ষণ অপচেষ্টার অভিযোগ উঠেছে আলমডাঙ্গার খাসবাগুন্দা গ্রামের মান্নান কবিরাজের বিরুদ্ধে। বিষয়টি গ্রাম্য সালিসে ধামাচাপা দেয়ার অভিযোগ উঠেছে। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার খাসবাগুন্দা গ্রামের আজগরের ছেলে দিনমজুর সাজিবুল। তিনি অসুস্থ হলে গত ১৬ মার্চ সন্ধ্যায় তিনি তার বড় ভাই সাইফুলের শ্যালক আব্দুল মান্নানের নিকট ওষুধ দিয়ে তার বাড়িতে পৌঁছে দিতে বলেন। আব্দুল মান্নান একই পাড়ার আব্দুল আজিজের ছেলে। অভিযোগ ওঠে মান্নান ওষুধ পৌঁছে দিতে যান। এ সময় এক নারীকে (২২) ধর্ষণের অপচেষ্টা চালান। ঘোলদাড়ি পুলিশ ফাঁড়ির আইসি হুমায়ুন জানান, ঘটনাটি শোনার পর তিনি ঘটনাস্থলে যান। বিষয়টি গ্রাম্য সালিসে মীমাংসা করার অভিযোগ রয়েছে।