অনলাইন ডেস্ক: চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে ২ লাখ ১৬ হাজার মার্কিন ডলারসহ ৮ বাংলাদেশি আটক করেছে বিজিবি। আজ রোববার সকাল ৮টায় দর্শনা জয়নগর চেকপোস্টে তাদের আটক করা হয়।
আজ দুপুরে চুয়াডাঙ্গা ৬ বিজিবির সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন কুষ্টিয়া বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল আরশাদুজ্জামান খান।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ রোববার সকাল ৮টায় দর্শনা জয়নগর চেকপোস্টে বাংলাদেশি পাসপোর্টধারি ৮ যুবককে আটক করা হয়। পরে তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশী করে উদ্ধার করা হয় ২ লাখ ১৬ হাজার মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ১ কোটি ৭৯ লাখ টাকা। আটককৃতদের বিরুদ্ধে মামলাসহ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সংবাদ সম্মেলনে চুয়াডাঙ্গা ৬ বিজির পরিচালক ইমাম হাসানসহ বিজিবির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।