সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন আজ রোববার। ভোটযুদ্ধে ২টি প্যানেলের মধ্যে কোন প্যানেল নির্বাচিত হবে তা নিয়ে এলাকাবাসীর জল্পনাকল্পনার শেষ নেই। সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের (অভিভাবক) ভোটার ১ হাজার ৭৩২ জন। সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ২টি প্যানেলই সরকারি দলের হওয়ায় ঝুকিপূর্ণ মনে করছে এলাকাবাসী। ভোট গ্রহণ ও ফলাফলের পরে সহিংসতা রোধে পুলিশ সজাগ থাকবে বলে জানিয়েছেন।
দুটি প্যানেল স্বাধীন বাংলা ও স্বাধীনতা পরিষদ। স্বাধীন বাংলা প্যানেলের প্রার্থী হলেন যারা, নিলুয়ার হোসেন (ফুটবল) মৌদুদ আহম্মেদ (আম), কুতুবুল আলম (কলস), শরিফুল ইসলাম (মাছ) সংরক্ষিত মহিলা পদে লিপিকা ব্যানার্জী (ছাতা )ও স্বাধীনতা পরিষদ প্যানেলের প্রার্থী হলেন যারা, জিল্লুর রহমান (চেয়ার), রানা বিশ্বাস (মই), আব্দুল মান্নান (আনারস), রবিউল আলম (মোরগ), সংরক্ষিত মহিলা পদে সেলিনা খাতুন (হরিণ)। এছাড়া শিক্ষক প্রতিনিধি হিসেবে প্রার্থী হয়েছেন যারা, শফিকুল ইসলাম, বিশ্বনার্থ ঘোষ, ওবাইদুল হক ও হারুন অর রশিদ। এদের মধ্য থেকে ২জন শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হবেন ২৫ জন শিক্ষকের ভোটে, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি ১জন প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন শিক্ষিকা রোকেয়া খাতুন। আজ রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ।