কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কবুরহাট এলাকায় সোহাগ হোসেন (৭) নামের এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। গতকাল শনিবার দুপুরে সদর উপজেলার বটতৈল ইউনিয়নেয় কবুরহাট দোস্তপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই এলাকার আল ইসলাম ব্যাপারীর ছেলে এবং স্থানীয় ব্র্যাক স্কুলের ছাত্র।
স্থানীয়রা জানায়, আজ শনিবার দুপুরে সোহাগের মা তার ছোট বোনকে ডাক্তার দেখাতে পোড়াদহে যায়। এদিকে স্কুুল বন্ধ থাকায় তার ঘরে থাকা মায়ের ওড়না নিয়ে গলায় ফাঁস দেয়া খেলা করছিলো। খেলতে খেলতে গলায় ফাঁস নিয়ে আতœহত্যা করে। পরে সোহাগের মা জানু বেগম এসে ঘররের দরজা ভেতর থেকে বন্ধ দেখে ডাকাডাকি করতে থাকে। এ সময় মায়ের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে সোহাগের লাশ ঝুলতে দেখে দরজা ভেঙে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, পুলিশ লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।