রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর পাংশায় প্রেমের সম্পর্কের জের ধরে মিরাজুল শেখ (৩০) নামে এক যুবককে চোরের অপবাদ দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি উপজেলার পৌরশহরের মৌত্তিডাঙ্গা গ্রামের খালেক শেখের ছেলে। শনিবার সকালে পৌরশহরের মৌত্তিডাঙ্গা গ্রামের আজিজ মোল্লার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে ওই কলেজ ছাত্রীকে সরিয়ে দিয়েছে তার পরিবারের লোকজন। নিহতের চাচা মজিবর শেখ জানান, প্রতিবেশী আজিজ মোল্লার কলেজ পড়ুয়া মেয়ের সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিলো। সেই বিষয়কে কেন্দ্র করে শুক্রবার দিবাগত রাতে ওই কলেজ পড়ুয়া মেয়ে মিজারুলকে ফোন যোগে তার বাড়িতে ডেকে নিয়ে চোর অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করে। শনিবার সকালে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে পাংশা হাসপাতালে নিয়ে আসে কর্তব্যরত চিকিত্সক মিজারুলকে মৃত ঘোষণা করে। এ ব্যাপারে এই প্রতিবেদক পাংশা থানায় গেলে অফিসার ইনচার্জ মো. মোফাজ্জেল হেসেন না থাকায় ফোনে যোগাযোগ করলে তিনি কলটি কেটে দেন।