‘নাগিন’ ড্যান্সে কাঁপছে সামাজিক যোগাযোগ মাধ্যম

 

স্টাফ রিপোর্টার: গতকাল শুক্রবার সিরিজের অঘোষিত ফাইনাল ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে দুই উইকেটে হারাল টাইগাররা। এদিন শ্রীলঙ্কার দেয়া ১৬০ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে আট উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। এরপরই নাগিন ডান্সে মেতে উঠে পুরো দল। বাদ যাননি কোচ সহ সাপোর্ট স্টাফেরাও। আর এতেই ঝড় উঠে যোগাযোগ মাধ্যমগুলোতে । সবাই নিজ নিজ ছবি পোস্ট করে জয় উল্লাসে মেতে উঠেন। এর আগে নিদাহাস ট্রফির প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হেরে যাওয়ার পর বাংলাদেশকে আমন্ত্রণ জানানোয় বোর্ডের সমালোচনা করেছিলেন শ্রীলঙ্কান সাংবাদিকরা। সেই শ্রীলঙ্কাকে হারিয়েই ফাইনালে গেল বাংলাদেশ। এ নিয়ে টি-টোয়েন্টির আন্তজার্তিক কোনো টুর্নামেন্টে পরপর দুই ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেল বাংলাদেশ।