দামুড়হুদা ও জীবননগরে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় ৪জন আহতচুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা ও জীবননগরে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় ৪জন আহত হয়েছে। আহতরা হলেন- চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উজিরপুর দিঘীপাড়ার ঝন্টুর ছেলে রিংকু ও তার এক চাচা একই এলাকার শামসুল হকের ছেলে জহুরুল ইসলাম এবং জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের সাহাপুর নিদীকু-ু গ্রামের রাশেদ মিয়ার ছেলে জীবননগর ভোকেশনালের ছাত্র শরিফুল ইসলাম ও তাদের পেয়ারা বাগানের কর্মচারী সুজন। গতকাল শুক্রবার আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে আশঙ্কাজনক অবস্থায় রিংকুকে রাজশাহী ও শরিফুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। হাসপাতালে ঘটনার বর্ণনা দিতে গিয়ে উদ্ধারকারী ও পরিবারের লোকজন বলেন, গতকাল শুক্রবার বিকেলে রিংকু ও জহুরুল মোটরসাইকেলযোগে মুজিবনগর যাচ্ছিলো। পথিমধ্যে তালসারি পার্কের নিকট দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাকা সড়কে আছড়ে পড়ে আহত হয়। অপরদিকে, গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে সাহাপুরের শরিফুল ইসলাম ও সুজন মোটরসাইকেলযোগে আন্দুলবাড়িয়া বাজারে যাচ্ছিলো। পথিমধ্যে জোলপাড়ার নিকট পৌঁছুলে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাকা সড়কে আছড়ে পড়ে তারা আহত হয়। খবর পেয়ে পরিবারের লোকজন আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। জহিরুল ও সুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। এদিকে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রিংকুকে রাজশাহী ও শরিফুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।