টিপ্পনী

করলি বিনাশ

হায় রে কী দেশ বানালে ভাই
হায় রে কী দেশ বানালে
নতুন করে এসব খবর
কেন আমায় জানালে।

লজ্জা লাগে খবর শুনে
বাঁচি কেবল কষ্ট গুণে
বাস্তবতার সঙ্গে বেঢক
কেমনভাবে মানালে?

জীবনে যা ভাবিনি রে
জীবনে যা চাইনি,
বাপ-দাদাদের আমল যা
কোনোদিনও খাইনি।

এখন কেন মিলছে এসব
বাঙালিরা গিলছে এসব
কে যে খাওয়া শেখালো
নাম ডোবালি বাপ-দাদাদের
করলি বিনাশ এ কালও।

সূত্র: (ঝিনাইদহে ছাগলের পেটে গুড়-লবণ মিশ্রিত পানি ঢুকিয়ে প্রতারণা)
১৬.০৩.২০১৮