চুয়াডাঙ্গার মোহাম্মদপুর প্রাইমারি স্কুলের নিকট আলমসাধুর চাকা খুলে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা
ডাকবাংলা/বাজার গোপালপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার মোহাম্মদপুর প্রাইমারি স্কুলের নিকট সড়ক দুর্ঘটনায় আলমসাধু চালক জামির হোসেন নিহত হয়েছে। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ঝিনাইদহ সদর উপজেলার কাশিপুর গ্রামের আলমসাধু চালক জামির হোসেন (৩৫) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে নিহত হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১২টার সময় এই দুর্ঘটনা ঘটেছে।
জানা যায়, ঝিনাইদহ সদর উপজেলার কাশিমপুর গ্রামের মোনোয়ার হোসেনের ছেলে জামির হোসেন পেশায় আলমসাধু চালক। তার রয়েছে ৪টি সন্তান। গতকাল শুক্রবার সকালে তিনি নিজের আলমসাধুতে করে জ্বালানি কাঠ নিয়ে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দোয়েল ইটভাটাতে যাচ্ছিলেন। বাজার গোপালপুর-খাড়াগোদা সড়কে মোহাম্মদপুর প্রাইমারি স্কুলের নিকট পৌঁছায়। এসময় আলমসাধুর সামনের চাকা খুলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়লে ঘটনাস্থলেই আলমসাধু চালক জামির নিহত হন।