চুয়াডাঙ্গার আলুকদিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস নির্বাচনী গণসংযোগ অব্যাহত রেখেছেন। তিনি গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা- তুলে ধরে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে দেশরতœ শেখ হাসিনা দেশে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে চলেছেন। দেশ যখন উন্নয়নের রোড ম্যাপ ধরে দ্রুত গতিতে এগিয়ে চলছে তখন বিএনপি-জামায়াতের মত কুচক্রীমহল সন্ত্রাস ও জঙ্গিবাদের মাধ্যমে উন্নয়ন নস্যাৎ করার পাঁয়তারা করছে। বঙ্গবন্ধুর কন্যা দেশরতœ শেখ হাসিনা তার নিরলস ভূমিকা ও অক্লান্ত পরিশ্রম এর মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন। ডিজিটাল বাংলার রুপকার দেশরতœ শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে পুনরায় নির্বাচিত করার জন্য সকলকে আহ্বান জানান। সেই সাথে আগামী জাতীয় নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের এমপি পদে মনোনয়নের জন্য সবার নিকট দোয়া প্রার্থনা করেন। গণসংযোগে তার সাথে উপস্থিত ছিলেন আলুকদিয়া ইউনিয়ন কৃষকলীগের সভাপতি শাহিন বিশ্বাস, প্রচার সম্পাদক সানোয়ার হোসেন, সদস্য মুকুল আলী, খোদা বক্স, খোকন, সজিবুর রহমান, সবুজ, সুইট, মাসুম, ইমু, রিজিক, গোলজার হোসেন, নুহু মিয়া, রিয়াদ, সিরাজ, ইশতিয়াক আহাম্মেদ প্রমুখ।