গাংনী প্রতিনিধি: ইমারত নির্মাণে নিয়োজিত হেড মিস্ত্রিদের নিয়ে মেহেরপুর গাংনীতে আলোচনাসভা ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার যুগিরগোফা বঙ্গ এগ্রি খামারে উপজেলা ইমরাত নির্মাণ শ্রমিক সমিতির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী ইমারত নির্মাণ শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক ও গাংনী পৌর ৮নং ওয়ার্ড কাউন্সিলর সাহিদুল ইসলাম। বক্তব্য রাখেন সমিতির সভাপতি হাফিজুল ইসলাম, শ্রমিক নেতা ও গাংনী পৌর ৪নং ওয়ার্ড কাউন্সিলর আছেল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক ছামিউল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক হাফিজুর ইসলাম, উপদেষ্টা জমির উদ্দীন, গাংনী বাজার কমিটির সভাপতি মাহাবুবুর রহমান স্বপন, খোয়াভাঙ্গা সমিতির সভাপতি আমিরুল ইসলাম ভাঙড়ি ও ইমারত নির্মাণ শ্রমিক সমিতি বামন্দী শাখার সভাপতি সাবান আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমারত নির্মাণ সমিতিতে অন্তর্ভুক্ত সকল হেড মিস্ত্রিবৃন্দ।
সমিতির সাংগঠনিক গতিশীলতা ও ঐক্যবদ্ধ থেকে পেশাগত কাজ পরিচালনার তাগিদ দেন বক্তারা। এছাড়াও মিস্ত্রি, নির্মাণ শ্রমিক ও মালিকপক্ষসহ সংশ্লিষ্ট সকলকেই সমন্বয়ের মাধ্যমে পেশাগত কাজ পরিচালনার আহ্বান জানান সমিতির সভাপতি।