স্টাফ রির্পোটার: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ভূমিহীন পাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাইনিজ কুড়াল দিয়ে কোপ মেরে গুরুত্বর আহত করার অভিযোগ উঠেছে।
জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে চায়ের দোকানে কার্পাসডাঙ্গা ভূমিহীনপাড়ার কাওছার আলীর ছেলে ফিরোজ একই পাড়ার তরিকুলের কাছে জানতে চাই বাঘাডাঙ্গার লিখন তার কাছে কোনো টাকা পাবে কি-না। এ বিষয়টিকে কেন্দ্র করে তারিক ও ফিরোজের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে মারামারি বাধলে পাশে থাকা তারিকের মামা লাবু ও তার ছেলে রায়হানও যোগ দেয় মারামারিতে। রায়হান বাড়ি থেকে চাইনিজ কুড়াল নিয়ে এসে ফিরোজের পিঠে কোপ মারে। এতে করে ফিরোজ গুরুত্বর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা ফিরোজকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায়। ফিরোজের প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এ বিষয়ে রাতেই মামলার প্রস্তুতি নিচ্ছিলো ফিরোজের পরিবার। খবর পেয়ে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই আসাদের নেতৃত্বে ঘটনাস্থলে ছুটে আসেন কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির এএসআই আবুল কাশেম। তিনি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। তবে ঘটনার পরপরই অভিযুক্তরা পলাতক রয়েছে।