আলমডাঙ্গা ব্যুরো: ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আমিরপুরের চিহ্নিত মাদকব্যবসায়ী সুমনকে (৩০) আলমডাঙ্গা থানা পুলিশ আটক করেছে। গতকাল সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ আটক করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার আলমডাঙ্গা থানার এসআই একরামুল, এসআই সাখাওয়াত ও এএসআই মোস্তফা আমিরপুর গ্রামের আসাদ আলীর ছেলে চিহ্নিত মাদকব্যবসায়ী সুমনকে আটক করতে মুন্সিগঞ্জ এলাকায় অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে পুলিশের পাতা ফাঁদে পা দেয় সে। আটকের পর তার নিকট থেকে ১০ পিস যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। আজ শনিবার সংশ্লিষ্ট মামলায় তাকে জেলহাজতে প্রেরণ করা হবে।