আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গার শালিকা মোড়ে সড়ক দুর্ঘটনায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আফসার আলী ম-ল আহত হয়েছে। গত বুধবার রাত ৮টার দিকে আসমানখালী-হাটবোয়ালিয়া সড়কে এ ঘটনা ঘটে।
জানা গেছে, চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়নের নান্দবার গ্রামের মৃত এরশাদ আলী ম-লের ছেলে আফসার আলী ম-ল। তিনি ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। গত বুধবার সন্ধ্যার দিকে বাইসাইকেলযোগে শালিকা মোড় এলাকায় যায়। এসময় শালিকা মোড়ে পৌঁছুলে পাখিভ্যানের লাইট চোখে লাগলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালের মধ্যে পড়ে যায়। এতে তার দু’হাত ভেঙে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে তার চিকিৎসা দেয়।