স্টাফ রিপোর্টার: দীর্ঘদিন ধরে বায়রা লাইফ ইন্সুরেন্স কোম্পানির মেয়াদোত্তীর্ণ চেক না পেয়ে থানা পুলিশের শরণাপন্ন হয়েছে গ্রাহকরা। এই অভিযোগ পেয়ে গতকাল বৃহস্পতিবার কোম্পানির এক কর্মকর্তা ও এক কর্মচারীকে আটক করে থানায় নিয়েছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ।
জানা গেছে, চুয়াডাঙ্গা বায়রা লাইফ ইনস্যুরেন্স কোম্পানির শাখা অফিস রয়েছে। দীর্ঘদিন ধরেই কোম্পানিটি কার্যক্রম চালিয়ে আসছে। ইতোমধ্যেই বেশকিছু গ্রাহকের চেকের মেয়াদও পূরণ হয়েছে। কিন্তু টাকার চেক আজকাল করে ঘুরাচ্ছে। এমতাবস্থায় ৭৪ জন গ্রাহক একসাথে থানাই অভিযোগ করে। এই অভিযোগের প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার বেলা ২টার দিকে সদর থানা পুলিশের এসআই আকরাম চুয়াডাঙ্গা বায়রা লাইফ ইন্সুরেন্স কোম্পানির সহকারী অর্ফিসার পলাশপাড়ার শামসুল হুদার ছেলে আক্তারুজ্জামান (৩৪) ও কেদারগঞ্জ ইস্রাফিল শেখের ছেলে খোকন আলীকে (২৬) আটক করে। আর কোম্পানির পিএমপি ঢাকাতে অবস্থান করায় তাকে আটক করা সম্ভব হয়নি।