বেদনা বিধুর পরিবেশে এমপি আলী আজগার টগরের বড় ভাই মফিদুল হকের দাফন সম্পন্ন

দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গা-২ আসনের এমপি হাজি আলী আজগার টগরের নিহত বড় ভাই মফিদুল হকের দাফন সম্পন্ন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ শেষে গ্রামের কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। চুয়াডাঙ্গা-২ আসনের এমপি হাজি আলী আজগার টগর, চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান সামসুল আবেদীন খোকন, জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু মোহাম্মদ আব্দুল লতিফ অমল, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তূজা, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, সাবেক ইউপি চেয়ারম্যান হাজি শহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, আলমগীর কবির শিপলু, জিল্লুর রহমান, সোহরাব হোসেন খান, আ.লীগ নেতা আলী মুনসুর বাবু, দর্শনা নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক আরিফ, কবি আবু সুফিয়ান, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, সাধারণ সম্পাদক হযরত আলী, দর্শনা পৌর যুবলীগের সভাপতি আশরাফ আলম বাবু, সাধারণ সম্পাদক শেখ আসলাম আলী তোতাসহ হাজারও মুসল্লি মরহুমের জানাজার নামাজে অংশ গ্রহণ করেন। নিহতের আত্মার মাগফেরাত কামনা করে সকলের নিকট দোয়া চেয়েছেন স্বজনরা।
উল্লেখ্য, চুয়াডাঙ্গা-২ আসনের এমপি হাজি আলী আজগার টগরের বড় ভাই মফিদুল হক গত বুধবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের সময় রঘুনাথপুরস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি দির্ঘ প্রায় ৪ বছর যাবত বার্ধ্যক্যজনিত রোগে ভুগছিলেন। ১১ ভাই এবং ৩ বোনের মধ্যে তিনি ছিলেন সকলের বড়। মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে ও নাতি-নাতকুরসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।