জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের একটি দল জীবননগরে অভিযান চালিয়ে ৬ জুয়াড়িকে আটক করেছে। গত বুধবার রাতে উপজেলার লক্ষ্মীপুর মিলপাড়ায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ তাদেরকে আটক করে। অভিযানকালে এক জুয়াড়ি পালাতে গিয়ে গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে জীবননগর পৌর এলাকার লক্ষ্মীপুর মিলপাড়ায় অভিযান চালায় চুয়াডাঙ্গা ডিবি পুলিশের একটি দল। এসময় জাফরের চায়ের দোকানের পেছনে টিনসেডের ঘর থেকে তাদের প্রতাবপুর গ্রামের আব্দুল আওয়ালের ছেলে শাহ্ আলম, মৃত আলী মিয়ার ছেলে আব্দুল করিম, মোহাম্মদ আলীর ছেলে বাবু, কালা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে বিপুল হোসেন, পেয়ারাতলার আমতলাপাড়ার ইসমাইম হোসেনের ছেলে আসাদুল হক ও পেয়ারাতলা উত্তরপাড়ার আবুল কালামের ছেলে মমিনুল ইসলামকে আটক করে। এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালাতে গিয়ে লক্ষ্মীপুর মিলপাড়ার মৃত মিয়ন উদ্দিনের ছেলে নবি হোসেন গুরুতর আহত হয়েছে। আহত নবিকে উদ্ধার করে রাতেই জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু তার অবস্থার উন্নতি না হওয়ায় তাকে যশোর হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। রাতেই জুয়া আইনে মামলা দিয়ে তাদেরকে জীবননগর থানাতে সোপর্দ করা হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন ডিবির উপপরিদর্শক আশরাফ হোসেন বিশ্বাস।