স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় সদর হাসপাতালের সম্বেলন কক্ষে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ আনুষ্ঠানিকভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেন। বিদায়ী অতিথিদের ফুল দিয়ে বরণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আমজাদুল ইসলাম চাঞ্চল ও গীতাপাঠ করেন ডা. পরিতোষ কুমার ঘোষ। বিদায়ী অতিথিদের উদ্দেশে স্বাগত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সিনিয়র সার্জারি কনসালটেন্ট ডা. ওয়ালিউর রহমান নয়ন, সার্জারি কনসালটেন্ট ডা.তারিক হাসান শাহীন, আবাসিক মেডিকেল অফিসার ডা.শামীম কবির, স্যাকমো রবিউল ইসলাম। পরে বিদায়ী সিভিল সার্জন ডা.রওশন আরা বেগম, সিভিল সার্জন ডা.দিলীপ কুমার রায়, আবাসিক মেডিকেল অফিসার ডা.মাসুদ রানা, ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা.রাজিবুল ইসলাম, সদ্য অবসরে যাওয়া নার্সিং সুপারভাইজার রেবা রাণী বিশ্বাস, প্রীতি বিশ্বাস, স্যাকমো মোখলেছুর রহমান, সিভিল সার্জন অফিসের অবসরপ্রাপ্ত ষ্টেনো আব্দুল কাদেরকে ক্রেস্ট প্রদান করা হয়। স্বাস্থ্য শিক্ষায় ৭টি ওয়ার্ডের মধ্যে প্রথম স্থান অধিকার করায় সিনিয়র স্টাফ নার্স শহর বানুকে ক্রেস্ট প্রদান করা হয়। চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. খায়রুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএমএ চুয়াডাঙ্গার সভাপতি ডা.মার্টিন হিরোক চৌধুরী, সাধারণ সম্পাদক ডা. আব্দুল লতিফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী হোসেন। আরও উপস্থিত ছিলেন ডা. মাহাবুবুর রহমান মিলন, ডা. আসাদুর রহমান মালিক খোকন, ডা. মশিউর রহমান, ডা. হোসনে জারী তাহমিনা আঁখি, ডা. শিরিন জেবীন সুমিসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন ডা. আবু বক্কর সিদ্দীক এবং উপস্থাপনায় ছিলেন ডা. আকলিমা খাতুন।