স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ইজিবাইক চুরি, রোগীর গলা থেকে সোনার চেইন, ভ্যানেটি ব্যাগ থেকে টাকা চুরির ঘটনার পর এবার চুরি হলো গরীব অসহায় এক কলেজ ছাত্রের বাইসাইকেল। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা সদরের দীননাথপুর মসজিদপাড়ার নুর ইসলামের কলেজপড়–য়া ছেলে আব্দুল হাকিম সদ্য কেনা তার ফনিক্স সাইকেলটি রাখে হাসপাতালের বিদ্যুত উপকেন্দ্রের সামনে। তার মা হামিদা বেগম ও বোন শারমিনা খাতুনকে নিয়ে হাসপাতালের ভেতরে যায় চিকিৎসকের নিকট। ফিরে এসে তার বাইসাইকেলটি না পেয়ে অসহায়ের মতো খুঁজতে বেড়িয়ে যায় শহরের অলিগলিতে। এ সময় তার মা ফাহিমা বেগম কান্নাজড়িত কন্ঠে পুলিশের কাছে ঘটনার বর্ণনা দেন। হাসপাতালে একের পর এক চুরি ছিনতাইয়ের ঘটনা রোধ করতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ ও হাসপাতালে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যদিও দুজন পুলিশের পক্ষে হাসপাতালের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা একেবারেই কঠিন।