চুয়াডাঙ্গাসহ দেশের ৩২৭টি পৌরসভার স্বাভাবিক কার্যক্রম শুরু

স্টাফ রিপোর্টার: পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাদী পাওয়ার আশ্বাসের প্রেক্ষিতে ৫দিন পর চুয়াডাঙ্গাসহ দেশের ৩২৭টি পৌরসভার কার্যক্রম স্বাভাবিক হয়েছে। গতকাল বৃহস্পতিবার থেকে চুয়াডাঙ্গা পৌরসভার কার্যক্রমও পুরোদমে শুরু হয়েছে।
জানা গেছে, রাষ্ট্রীয় কোষাগার থেকে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাদী ও পেনশনের ১ দফা দাবিতে গত শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এর ফলে পৌরসভার স্বাভাবিক কার্যক্রম এবং শহরের সড়কবাতি ও পরিচ্ছন্নতা কার্যক্রম অচল হয়ে পড়ে।
চুয়াডাঙ্গা পৌরসভা কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলী হোসেন বলেন, সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাদের বেতন-ভাতাদী দেয়ার আশ্বাসের প্রেক্ষিতে চুয়াডাঙ্গাসহ দেশের ৩২৭টি পৌরসভার কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে।