আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গার গাংনী-মুন্সীগঞ্জ সড়কের শিবপুর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কয়রাডাঙ্গা গ্রামের আজিজুল হকের ছেলে আলমগীর হোসেন নিজ বাড়ি থেকে তার শ্বশুর বাড়ি পার্শ্ববর্তী বড়গাংনী গ্রামে আসার পথে খাদিমপুর ইউনিয়নের শিবপুর গ্রামের রাস্তায় একটি কালভাট ভেঙে পুনরায় সংস্কার করছিলো মোটরসাইকেল আরোহী তার গতিরোধ করতে না পেরে খালের ভেতরে পড়ে আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেছে।