মহেশপুর প্রতিনিধি: গতকাল বুধবার সকালে মহেশপুর প্রেসক্লাবে নোয়াখালীর সোনাইমুড়িতে হেযবুত তওহীদের কর্মীদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে এবং আসামিদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়। মহেশপুর উপজেলা হেযবুত তওহীদের সভাপতি শাহরিয়ার সবুজের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঝিনাইদহ জেলা হেযবুত তওহীদের সভাপতি শামীম আশরাফ। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২০১৬ সালের ১৪ মার্চ নোয়াখালীর সোনাইমুড়িতে মসজিদ নির্মাণকে গির্জা নির্মাণের অপপ্রচার চালিয়ে হেযবুত তওহীদের ২ সদস্য সোলাইমান খোকন ও ইব্রাহিম রুবেলকে নৃশংসভাবে হত্যা করে ও পেট্রোল দিয়ে তাদের লাশ পুড়িয়ে দেয় এবং স্থানীয় নেতাকর্মীদের বাড়িঘর লুটপাট ও জ্বালিয়ে দেয়া হয়, শতাধিক নেতাকর্মী গুরুতর আহত হয়। ওই সকল আসামিরা এখন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং হেযবুত তওহীদের নেতাকর্মীদের হত্যার হুমকি দিচ্ছে। শামীম আশরাফ আরও বলেন, হেযবুত তওহীদ কোনো জঙ্গি সংগঠন নয় আমরা জঙ্গিবাদ বিরোধী। সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ গোষ্ঠীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সাংবাদিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিল্লাল হোসেন, আতিয়ার রহমান কাজী, মাহমুদুল হাসান মিলন প্রমুখ।