মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগরে পিকনিকের বাস চাপায় সামসুল হক কালু (৫০) নামের এক কৃষক নিহত হয়েছে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে মেহেরপুর-মুজিবনগর সড়কের গোপালনগর যাত্রী ছাউনী সড়কে এ ঘটনা ঘটে। নিহত সামসুল হক কালু মুজিবনগর উপজেলার গৈরীনগর গ্রামের মহিষনগরপাড়ার মৃত সুফল ম-লের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সামসুল ইসলাম কালু বাইসাইকেলযোগে মাঠ থেকে বাড়ি ফিরছিলেন। গোপালনগর যাত্রী ছাউনী মোড়ে মেহেরপুর-মুজিবনগর সড়ক আড়াআড়ি পার হচ্ছিলেন। এ সময় মুজিবনগর কমপ্লেক্সগামী পিকনিকের যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মুজিবনগর থানা ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, নিহত সামসুল হক কালুর মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে এবং থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।