মাথাভাঙ্গা মনিটর: তখন মাঠে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ ইউনিফায়েড দল। এমন সময় আচমকাই এসে হাজির হলেন ফুটবল জাদুকর আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। আবুধাবির ফুটবল ক্লাব আল ফুজাইরাহর কোচের দায়িত্বে থাকা ম্যারাডোনা গত মঙ্গলবার দলের অনুশীলন শুরু করতে দেরি হওয়ায় চলে আসেন পাশের মাঠে। সেখানেই অনুশীলন করছিল লাল-সবুজের দল। এ সময় ম্যারাডোনাকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যান বাংলাদেশের ইউনিফায়েড দলের সদস্যরা। খেলোয়াড়দের সঙ্গে খেলার ইচ্ছে থাকলেও সময় স্বল্পতার কারণে ছবি তুলে চলে যান আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এ কিংবদন্তি।
ইউনিফায়েড দল হলো শারীরিকভাবে সুস্থ এবং ফিজিক্যালি চ্যালেঞ্জড খেলোয়াড়দের নিয়ে গঠিত দল। মোট ১৫ জনের দলে আটজন খেলেন শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে। আর বাকি সাতজন থাকেন সুস্থ।
উল্লেখ্য, গতকাল বুধবার সৌদি ফুটবল দল মিনা একাদশের মুখোমুখি হবে বাংলাদেশের ইউনিফায়েড দল।