আলমডাঙ্গা ব্যুরো: প্রেমের টানে আলমডাঙ্গার ওসমানপুর গ্রামের আশিকের সাথে পালিয়েছে পার্শ্ববর্তী প্রাগপুর গ্রামের সদ্য শেষ হওয়া এসএসসি কিশোরী পরীক্ষার্থী। বিষয়টি এলাকায় আলোচনার খোরাকে পরিণত হয়েছে।
জানা গেছে, উপজেলার ওসমানপুর গ্রামের তুরাপ আলীর ছেলে আশিক (১৮) সাথে পার্শ্ববর্তী প্রাগপুর গ্রামের এবছর এসএসসি পরীক্ষা দেয়া কিশোরীর দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিলো। তাদের প্রেমের বিষয়টি এলাকায় জানাজানি হয়ে যায়। গত ১৩ মার্চ বিকেলে তারা দু’পরিবারের অজান্তে অজানার উদ্দেশে পাড়ি জমিয়েছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।