ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের খালিশপুর ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ উথলী ক্যাম্পের টহল গতকাল চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৩২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। গতকাল বুধবার দুপুরে বিজিবির এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত মঙ্গলবার রাতে সীমান্ত পিলার ৬৫/৩-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নতুনপাড়া গ্রাম থেকে ৩২৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ভারতীয় ফেনসিডিলের আনুমানিক মূল্য ১ লাখ ২৯ হাজার টাকা। জব্দ ভারতীয় ফেনসিডিল চুয়াডাঙ্গার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে জমা দেয়া হয়েছে।