ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে দু’দিনব্যাপী পরিবার পরিকল্পনা মেলা শুরু হয়েছে। গতকাল বুধবার সকালে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক জাকির হোসেন। জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা. জাহিদ আহমেদের সভাপতিত্বে আলোচনাসভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাকাহীদ হোসেন, সিভিল সার্জন ডা. রাশেদা সুলতানা, পরিবার পরিকল্পনা অধিদফতরের সহকারী পরিচালক শফিউল হক, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার রহমান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক দিপক কুমার সাহা। দু’দিনব্যাপী এ মেলায় জেলা ও উপজেলা পরিকল্পনা কার্যালয়ের ২০টি স্টল স্থান পায়। এসময় বক্তারা, ছোট পরিবার গঠনে উদ্বুদ্ধ করার জন্য স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাসহ সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।