স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা শহরের শহীদ হাসান চত্বরের নীচের বাজার প্রান্তের ক্ষুদ্র ব্যবসায়ী মোশারফ সর্দ্দার মশা নিজের দোকানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল বুধবার দুপুরে তার মেজো ছেলে দোকান খুলে পিতার লাশ দেখে চমকে ওঠেন। মৃতদেহ উদ্ধার করে বাড়ি জেলা শহরের জ্বীনতলাপাড়ায় নিলেও পুলিশ মৃত্যুর প্রকৃত কারণ উন্মোচনে ময়না তদন্তের সিদ্ধান্ত নেয়। ফলে বাড়ি থেকে লাশ পুলিশ উদ্ধার করে গতরাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখে। আজ বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে দাফন কাজ সম্পন্ন করা হতে পারে।
জানা গেছে, চুয়াডাঙ্গা জ্বীনতলা মল্লিকপাড়ার মৃত খেলাফত সর্দ্দারের ছেলে মোশারফ সর্দ্দার শহীদ হাসান চত্বরের নীচের বাজারের মুখে পুরি শিঙাড়া ভেজে দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছিলেন। গতকাল সকালে তিনি তার দোকানে প্রবেশ করেন। দুপুরে পাওয়া যায় গলায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ। পরিবারের একসূত্র বলেছে, ৮০ হাজার টাকা ঋণ নিয়ে নিয়মিত কিস্তি দিয়ে আসছিলেন তিনি। গতকালও ছিলো কিস্তির দিন। তার আগেই তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ওই কিস্তির টাকা নিয়েই তার স্ত্রীর সাথে মতবিরোধ দেখা দেয় বলে জানা গেলেও পারিবারিকভাবে তা অবশ্য অস্বীকার করা হয়েছে। মোশারফ সর্দ্দার মশার তিন ছেলের মধ্যে বড় ছেলে ট্রাক চালক। ছোট ছেলে ডিমের দোকানি। মেজো ছেলে পিতার সাথেই ব্যবসা করতো। পুলিশ বলেছে, ক্ষুদ্র ব্যবসায়ী মশা সর্দ্দারের (৫৫) অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উন্মোচনের লক্ষ্যে মৃতদেহ ময়নাতদন্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সে কারণেই লাশ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার ময়নাতদন্ত করা হবে।