স্টাফ রিপের্টার: চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশ হিজলগাড়ি-বলদিয়া সড়কে মাদকবিরোধী সফল অভিযান চালিয়েছে। অভিযানে হিজলগাড়ি বাজার এলাকার মাদককারবারি আব্দুস সামাদ অপূর্ব এবং আনিচকে একটি ফিজার মোটরসাইকেলসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত দুজনের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক সদর থানায় সোপর্দ করেছে পুলিশ।
জানা গেছে, চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশের এসআই ইব্রাহীম আলীর নেতৃত্বে এসআই ছিদ্দিক, এসআই আশরাফুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাত সোয়া ৯টার দিকে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ি-বলদিয়া সড়কে। এ সময় পুলিশ সড়কের ওপর থেকে বেগমপুর ইউনিয়নের হিজলগাড়ি স্কুলপাড়ার সাত্তারের ছেলে আব্দুস সামাদ অপূর্ব (৩২) ও তিতুদহ ইউনিয়নের বলদিয়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে আনিচকে (২৫) গ্রেফতার। পুলিশ গ্রেফতারকৃতদের দেহতল্লাশি করে উদ্ধার করে ৩ বোতল ফেনসিডিল পাওয়া যায়। গ্রেফতারকৃত সামাদ ও আনিচ বাজারের জনৈক ডিস ব্যবসায়ীর কর্মচারী। গ্রেফতারকৃত সামাদ ও আনিচের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক সদর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।