চুয়াডাঙ্গায় ৫ দিনের বসন্ত বরণ ও লোক সংস্কৃতি উৎসবের সমাপনী

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ৫ দিনব্যাপী বসন্ত বরণ ও লোক সংস্কৃতি উৎসবের গতকাল বুধবার ছিলো সমাপনী। এদিনের সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মুক্ত মঞ্চে চুয়াডাঙ্গা জেলা সদরের আলুকদিয়ার ওসমান ও তার দল এবং আলমডাঙ্গা ডাউকি বেলগাছির আব্দুল লতিফ বয়াতি এবং তার দল জারি গান পরিবেশন করেন। উপচেপড়া দর্শক শ্রোতা লোকসংগীতে মুগ্ধ হয়ে বাড়ি ফেরেন।
গত ১০ মার্চ শনিবার চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে ৫ দিনের বসন্তবরণ ও লোকসংস্কৃতি উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। এদিন শোভাযাত্রা, লাঠিখেলা, আলোচনাসভাসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দ্বিতীয় দিন ছিলো ধীরু বাউলের পরিবেশনায় বাউল সঙ্গীত ও গাজীরগান। ১২ মার্চ সোমবার ছিলো আলমডাঙ্গা উপজেলার আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নছিমন যাত্রা। ১৩ মার্চ দামুড়হুদা উপজেলার আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও যাত্রাপালা। ১৪ মার্চ জারিগানের পর গতকাল সমাপনী দিনে পালা ও জারিগানে মেতে ওঠেন উপস্থিত ¯্রােতা দর্শক।