স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার হাটকালুগঞ্জ ঘাটপাড়ায় রাস্তা নিয়ে বিরোধের জেরে রাবেয়া খাতুন নামের এক গর্ভবতীকে পিটিয়ে জখম করা হয়েছে। আহত রাবেয়া অত্র এলাকার মিটুর স্ত্রী। গতকাল বুধবার সকালে তাকে আহতাবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় তার শয্যাপাশে থাকা পরিবারের অন্যান্য সদস্যরা অভিযোগ করে বলেন, তাদের বাড়ির সামনে চলাচলের রাস্তা না রেখে বাড়ি নির্মাণ করছিলো প্রতিবেশী মৃত ওলি শেখের ছেলে ইলিয়াছ ও ইয়াছিন। এ নিয়ে গতকাল বুধবার সকাল ৬টার দিকে তাদের সাথে বাগবিত-ার একপর্যায়ে ইয়াছিন তার কাছে থাকা হেঁসো দিয়ে আঘাত করলে রাবেয়ার মাথায় লাগে। পরিবারের লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।