স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার ভিমরুল্লাহ এলাকায় নির্মাণাধীন ড্রেনে পড়ে গুরুতর জখম হয়েছে স্কুলছাত্র অমিত হাসান (১৪)। গতকাল বাড়ি থেকে রাস্তায় উঠতে গিয়ে ড্রেনে পড়ে গেলে তার বুকে গাঁথে রড। দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, চুয়াডাঙ্গা ভিমরুল্লাহর সেলিম উদ্দীনের ছেলে অমিত হাসান ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। গতকাল বুধবার বিকেলে সে তার বাড়ি থেকে বের হয়ে রাস্তায় উঠতে গেলে নির্মাণাধীন ড্রেনে পড়ে যায়। বুকের ডান পাজড়ে প্রায় ৬ ইঞ্চি গেঁথে যায় রড। তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। স্থানীয়রা বলছে, অরক্ষিতভাবে নির্মাণাধীন ড্রেন রাখার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তাছাড়া কেদারগঞ্জ এলাকায় ড্রেন নির্মাণ কাজে ধীরগতি এবং ড্রেনের জন্য খোড়া মাটি রাস্তার পাশে ফেলে রাখায় ধুলোয় মারাত্মকভাবে পরিবেশ দুষণ হচ্ছে। এদিকে পৌর প্রশাসনের আশু দৃষ্টি দেয়া দরকার।