স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন পরিষদ ও তিতুদহ ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন করেছেন স্থানীয় সরকারের উপ-পরিচালক ফারুক আহম্মদ। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে তিনি পরিদর্শন করেন। এসময় তিনি ইউনিয়ন পরিষদের বিভিন্ন রেজিস্টার ও প্রকাশনা দেখেন। তিনি ইউপি সদস্য সদস্যদের বিষয়ে সার্বিক খোঁজ-খবর নেন। একই সাথে বাল্যবিয়ে প্রতিরোধ, গ্রাম আদালত, ভিক্ষুক মুক্তকরণ ও পুনর্বাসন, যৌতুক ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। তিনি ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আকতার হোসেন, ইউপি সচিব জিয়াউর রহমান, হিসাব সহকারী কাম কম্পিউটার তহমিনা খাতুন, ডিজিটাল সেন্টারের পরিচালকগণ, ইউপি সদস্য ও গ্রাম পুলিশগণ।