আজ দামুড়হুদার রঘুনাথপুরে নামাজে জানাজা শেষে দাফন : বিভিন্ন মহলের শোক
দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গা-২ আসনের এমপি হাজি আলী আজগার টগরের বড় ভাই মফিদুল হক (৮০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে……..রাজেউন)। তিনি গতকাল বুধবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের সময় রঘুনাথপুরস্থ নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মফিদুল হক গত ৪ বছর যাবত বার্ধ্যক্যজনিত রোগে ভুগছিলেন। আজ বৃহস্পতিবার দুপুর ২টায় রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাজার নামাজ শেষে গ্রামের কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। ১১ ভাই এবং ৩ বোনের মধ্যে তিনি ছিলেন সকলের বড়। মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে, নাতি, নাতকুড়সহ অস্যংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বড় ভাইয়ের আত্মার শান্তি ও রুহের মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন চুয়াডাঙ্গা-২ আসনের এমপি হাজি আলী আজগার টগর, চাচা সাবেক ইউপি চেয়ারম্যান হাজি সহিদুল ইসলাম, সহোদর জাহিদুল ইসলাম, আলী আহম্মদ সোনা, আলী মুনসুর বাবু, ডা. রফিক, ছেলে ইকবাল শহীদ জুয়েল, নাসির উদ্দীন, গিয়াস উদ্দীন ডেলিস, ভাগ্নে শহীদ লতিফ মিল্টনসহ স্বজনরা।
এদিকে এমপি আলী আজগার টগরের বড় ভাই মফিদুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু ও জেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলমসহ দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল প্রমুখ। এছাড়াও মাথাভাঙ্গা পরিবারের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারে প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।