মাথাভাঙ্গা মনিটর: প্রাণপণ চেষ্টা করেছিলেন মুশফিকুর রহিম। কিন্তু শেষ রক্ষা করতে পারেননি। বাংলাদেশকে ১৭ রানে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠেছে ভারত। টানা দুই ম্যাচে অপরাজিত ৭২ রানের ইনিংস খেললেন মুশফিকুর রহিম। দুই ম্যাচে হল দুই অভিজ্ঞতা। শ্রীলঙ্কার বিপক্ষে ৩৫ বলে ৭২ রান করে জিতিয়েছিলেন দলকে। ভারতের বিপক্ষে ৫৫ বলে তার ৭২ রান কমিয়েছে পরাজয়ের ব্যবধান। শুরুতে বাংলাদেশকে কাঁপিয়ে দেন ওয়াশিংটন সুন্দর। শেষের দিকে শার্দুল ঠাকুরের আঁটসাঁট বোলিংয়ে ম্যাচ থেকে দূরে সরে যায় মাহমুদউল্লাহর দল। ভারতের ১৭৬ রান তাড়ায় বাংলাদেশ করে ৬ উইকেটে ১৫৯ রান। টুর্নামেন্টে দ্বিতীয়বারের মতো ভারতের কাছে হারলো তারা। এই নিয়ে বাংলাদেশের বিপক্ষে সাত টি-টোয়েন্টির সবকটি জিতল ভারতীয়রা। টানা তৃতীয় জয়ে ফাইনালে উঠেছে ভারত। রোহিত শর্মার দলের পয়েন্ট ৬। তিন ম্যাচে একটি করে জয় পাওয়া শ্রীলঙ্কা ও বাংলাদেশের পয়েন্ট দুই করে। দুই দলের শুক্রবারের ম্যাচ পরিণত হয়েছে সেমিফাইনালে। জয়ী দল খেলবে ফাইনালে।