মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মাদকবিরোধী অভিযান
স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গা কলাবাড়ির রুবিনা খাতুনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জানা গেছে, গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক বিশ্বাস মফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ কলাবাড়ির আব্দুল আলিমের বাড়িতে অভিযান চালায়। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে আব্দুল আলিম বাড়ি থেকে পালিয়ে যায়। তারা আব্দুল আলিমের ঘর তল্লাশি করার সময় ঘরে রাখা একটি প্লাস্টিকের কৌটা তার স্ত্রী রুবিনা খাতুন লুকানোর চেষ্টা করলে ধরা পড়ে। পরে প্লাস্টিকের কৌটা খুলে ৩শ’ পিস ইয়াবা উদ্ধার হয় এবং সেই সাথে রুবিনাকে আটক করা হয়। গতকাল বিকেলে রুবিনা খাতুনকে দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়েছে। আব্দুল আলিমের বিরুদ্ধে মামলা হয়েছে বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা যায়।